আর নয় বাড়তি ওজনের ভয় ! ওজন কমান খুব সহজেই
আজকাল দেখা যায় অনেকেই অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত। ওজন কমাতে নানা পদ্ধতি অবলম্বন করছেন তারপরেও যেন বাড়তি ওজন কমছেই না! অনেকেই আবার খাওয়া দাওয়াই কমিয়ে দিয়েছেন কিন্তু আপনি কি জানেন নিয়মিত রুটিন মেনে চললেই আপনি এই বাড়তি ওজনকে বিদায় জানাতে পারবেন। বিশেষ করে চিনি এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত যেসব খাবার খেলে ওজন বৃদ্ধি পায় এমন খাবার খাওয়া থেকে বিরত থাকুন। প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, কোমল পানীয়, সোডা এই খাবারগুলোকে একেবারেই না বলুন। খাবারে প্রচুর পরিমানে আঁশ জাতীয় খাদ্য যেমন শাক সবজি রাখুন। প্রতিদিন নিয়ম করে ১ ঘণ্টা হাঁটতে পারলে খুবই ভালো। আপনার ওজন কমানোর আর একটি অব্যর্থ ঔষধ হচ্ছে পানি তাই প্রচুর পানি পান করুন। অতিরিক্ত ঘুম, মানসিক চাপ, স্টেরয়েড এবং অন্য নানা ধরনের ওষুধ গ্রহণের ফলেও ওজন বাড়তে পারে এইদিকে লক্ষ্য রাখুন।
Leave a Reply