রুপচর্চায় ফ্রুট ফেসিয়াল
বর্তমানে ফেসিয়াল করেননা এমন কম মানুষই আছেন। আর দিন দিন ফেসিয়াল হয়ে উঠছে আরও জনপ্রিয়। পার্লারগুলোতে দেখা যায় প্রায়ই মানুষের ভিড়। এই ফেসিয়ালের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠছে ফ্রুট ফেসিয়াল। কেননা ফ্রুটে সমৃদ্ধ এনজাইম ত্বক ময়েশ্চারাইজ করে। এতে ত্বক নরম এবং মসৃণ হয়ে ওঠে। তাই আজ জানাব তেমনি একটা ফেসিয়াল সম্পর্কে যা আপনি ঘরে বসেই সহজেই করতে পারবেন-
- ঘরে থাকা একটি পাকা কলা কলা ভালো করে পেস্ট করে তার সাথে ১ চামচ মধু অথবা ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি মুখে ও গলায় ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে নিন। কলাতে রয়েছে ভিটামিন-সি ও বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম বায়োটিন ইত্যাদি। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে কলা।
Leave a Reply