ঘরে বসে খুব সহজেই তৈরি করুন স্ক্রাব
এই গরমে ত্বক নিয়ে চিন্তিত? ভাবছেন কিভাবে ত্বককে গরমের হাত থেকে বাঁচাবেন? তাহলে ত্বককে সুস্থ রাখতে ব্যবহার করুন ঘরোয়া স্ক্রাব। ঘরোয়াভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি স্ক্রাব এ কোনপ্রকার রাসায়নিক উপাদান না থাকায় এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত এবং নিরাপদও। তাছাড়া নিয়মিত স্ক্রাব ব্যবহার করার ফলে ত্বকের মৃত কোষ দূর হয়। শুধু তাই নয় এতে ত্বক হয় আরও নরম ও মসৃণ। জেনে নিন ঘরোয়া উপায়ে কিভাবে স্ক্রাব তৈরি করবেন-
# ১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে আধা টেবিল চামচ দুধ এবং আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ঘষে নিন ।শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।আর ব্যবহারের পর ফলাফল নিজেই দেখুন।
#১ টেবিল চামচ চন্দনের গুড়ার সাথে তরল দুধ মিশিয়ে প্যাক তৈরী করে মুখে লাগান। মিশ্রণটি ১০মিনিট রেখে তারপর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এই প্যাকটি সপ্তাহে দুইদিন ব্যবহারে ত্বক হবে ঝকঝকে।
# এক কাপ চিনি, আধা কাপ অলিভ অয়েল এবং দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকের ময়লা, তেল দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে ।
Leave a Reply