খুব সহজেই চুলের আগা ফাটা রোধ করুন প্রাকৃতিক উপায়ে
অনেকেই চুলের আগা ফাটা নিয়ে চিন্তিত। চুলের আগা ফাটা রোধ করতে হলে আগে জানতে হবে কি কি কারনে চুলের আগা ফেটে যায়। সেগুলো বর্জন করলেই আপনার চুল ফাটা থেকে রক্ষা পাবে।
✔ জেনে নিন কি কি কারনে চুলের আগা ফাটেঃ
• চুলে বেশি সূর্যের তাপ ও ধুলাবালি লাগলে
• চুল ঘন ঘন স্ট্রেইট বা কার্ল করলে
• চুলে বিভিন্ন ধরনের ক্যামিকেল যেমন কালার, ড্রাই শ্যাম্পু, স্প্রে ইত্যাদি বেশি ব্যবহার করলে
• চুল বেশি গরম পানি দিয়ে ধুলে
• চুলের আগা কিছুদিন পর পর না কাটলে
• চুলে তেল না দিলে
• ক্লোরিনযুক্ত পানিতে যেমন সুইমিং পুলের পানিতে চুল ভিজালে
✔ চুলের আগা ফাটা রোধে ব্যবহার করতে পারেন এলোভেরা
২-৩ টি এলোভেরা কেটে জেল বের করে নিয়ে চুলে লাগান। ৩০-৪০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলুন।
এই নিয়মগুলো মেনে চললে খুব সহজেই চুলের আগা ফাটা থেকে মুক্তি পাবেন।
Leave a Reply