ঘরোয়া পদ্ধতিতে ম্যানিকিউর এবং প্যাডিকিউর করার সহজ কৌশল
অনেকেই হয়ত সবসময় পার্লারে গিয়ে ম্যানিকিউর, প্যাডিকিউর করার সময় পান না।তাই জেনে নিন খুব সহজেই ম্যানিকিউর এবং প্যাডিকিউর করার ঘরোয়া পদ্ধতি।
✔ প্রথমে একটি বোলে বা বালতিতে কুসুম গরম পানি নিন। পানিতে শ্যাম্পু এবং সামান্য পরিমান লবন মিশিয়ে নিন। এবার এ পানিতে হাত এবং পা বিশ মিনিট চুবিয়ে রাখুন।
✔বিশ মিনিট পর হাত, পা মুছে নিয়ে নখ পছন্দমত আকৃতিতে কেটে নেন। নখের পাশে বাড়তি চামড়া থাকলে সেগুলো কেটে পরিস্কার করে নিবেন। ফাইলার দিয়ে নখ ঘষে মসৃণ করে নিবেন। পায়ের তলার শক্ত চামড়াও ঘষে তুলে নিবেন।
✔তারপর আপনার হাত ও পা কে আরো উজ্জ্বল করতে একটি প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ক্রাবটি বানাতে ২/৩ চামচ লেবুর রস, এক চামচ অলিভ অয়েল আর ২ টেবিল চামচ চিনি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার হাত ও পায়ে লাগিয়ে দশ মিনিট স্ক্রাব করুন। তারপর কুসুম গরম পানির সাথে সামান্য শ্যাম্পু মিশিয়ে তাতে হাত ও পা ধুয়ে নিন।
✔এবার হাত ও পা মুছে মশ্চারাইজার লাগিয়ে নিন। আপনার হাত ও পা কে আরো আকর্ষণীয় করতে লাগিয়ে নিতে পারেন পছন্দের নেইল পলিশটি।
Leave a Reply