নখ শক্ত ও বড় করার সিক্রেট টিপস
প্রায়ই দেখা যায় অনেকেই শখ করে নখ বড় রাখেন। আর এই শখের নখ যখন যখন ভেঙ্গে যায় তাহলে যেন নখ রাখাটাই ভেস্তে গেছে বলে মনে হয়! অনেকের আবার নখ পাতলা হওয়ার কারণে দ্রুত ভেঙে যায় এবং সহজে বড় হয় না। এতে নখের স্বাভাবিক সৌন্দর্য অনেক সময়ই নষ্ট হয়ে যায়। তাই এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে যতটা সম্ভব ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা থ্রি ফ্যাটি এসিড ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি বেশি খাবেন। তাছাড়াও কিছু ঘরোয়া উপায় রয়েছে, যা খুব সহজেই নখ শক্ত এবং দ্রুত বড় করবে-
১. নিয়মিত নারিকেল দিয়ে হাত ও নখ ম্যাসাজ করুন। এতে নখ শক্ত এবং দ্রুত বড়ও হবে।
২. ১ চামচ লেবুর রস, ৩ চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি কুসুম গরম করে নিন। এবার এই মিশ্রণে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। নিয়মিত ব্যবহারে পার্থক্যটা আপনিই বুঝতে পারবেন।
৩. নখ শক্ত ও বড় করতে চাইলে নিয়মিত সকালে ও বিকেলে অন্তত পাঁচ মিনিট অলিভ অয়েল দিয়ে নখ ম্যাসাজ করুন।
Leave a Reply