চোখের নিচে ফুলে যাওয়া থেকে মুক্তি পেতে করনীয়
চোখ যা কিনা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।আর সেই চোখের নিচেই যদি থাকে ফোলাভাব তাহলে তা দেখতে মোটেও ভালো দেখায়না। কিন্তু আজকাল অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিভিন্ন কারনে চোখের নিচে ফোলা ভাব দেখা দেয়। ঘুম কম হলে, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার ফলে, অতিরিক্ত মানসিক চাপের কারণে, অ্যালার্জির কারণে এছাড়াও আছে নানা কারন। তাই পর্যাপ্ত পরিমান ঘুমান এবং বিশ্রাম নিন। যতটা সম্ভব অতিরিক্ত লবন খাওয়া থেকে বিরত থাকুন।
এছাড়াও এই সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন আরও কিছু টিপস-
১. চোখের নিচের ফোলা এমনকি কালচে ভাব দূর করতে দারুন কাজ করে আলুর রস। আপনি চাইলে আলুর রস আইস কিউব করে কিংবা সরাসরি তুলার সাহায্যে ব্যবহার করতে পারেন।
২. চোখের নিচের ফোলা ভাব দূর করতে ডিমের সাদা অংশের ভূমিকাও কম নয়। একটি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর একটি তুলা অথবা ব্রাশের সাহায্যে সেটাকে চোখের নিচের ত্বকে ধীরে ধীরে আলতো করে লাগিয়ে নিন।
Leave a Reply