রূপচর্চায় টমেটোর কার্যকারিতা
স্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।টমেটোতে রয়েছে এ,সি,ই, লৌহ এবং পটাশিয়ামসহ আরো উপাদান যা ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করে। টমেটোর অ্যাণ্টিঅক্সিডেণ্ট ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।
জেনে নিন ঘরে থাকা এই সবজিটা দিয়ে অল্প সময়েই কিভাবে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক
এ গরমে রোদের পোড়াভাব থেকে ত্বককে বাঁচাতে ব্যবহার করুন টমে্টোর রস।আপনি চাইলে টমে্টোর রস আইস কিউব করে ও রাখতে পারেন।
ত্বক পরিষ্কার করতে বেসন এর সাথে টমে্টোর রস ব্যবহার করুন।
ত্বকের কালো দাগ দূর করতে এক চামচ হলূদের গুড়া ও সমপরিমান টমেটোর রস মিশিয়ে দাগের উপর লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক হবে দাগহীন উজ্জ্বল।
টমেটো কিন্তু স্ক্রাব হিসেবে ও দারুণ কাজ করে। চালের গুড়ার সাথে টমেটোর রস ও মধু মিশিয়ে ত্বকে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে নিন।
Leave a Reply