ব্যস্ত দিনের বাইরে চাই একটু প্রশান্তি
ব্যস্ত জীবনে হাজারো কাজের চাপ, দুশ্চিন্তা ঘিরে থাকে আমাদের। মাঝেমধ্যে তো এমন হয় যে কারো আবার দম ফেলার সময় নেই। ঘরে কিংবা বাইরে সারাদিন যেন কাজ লেগেই থাকে। কিন্তু এই সারা দিনের ব্যস্ততার পর চাই একটু প্রশান্তির ছোঁয়া। সারাদিনের ক্লান্তি শেষে যেমন শরীরের বিশ্রাম প্রয়োজন আছে ঠিক তেমনি মনেরও রয়েছে বিশ্রামের প্রয়োজন। আর মনের প্রশান্তির জন্য প্রকৃতির থেকে ভাল বন্ধু আমার মতে নেই বললেই চলে। প্রকৃতির মুগ্ধকর সৌন্দর্য যেমন আমাদের মন ভাল করে দিতে পারে এর পাশাপাশি মনে প্রশান্তির ছোঁয়া লাগাতেও নেই এর কোন কমতি। সমুদ্র, পাহাড় কিংবা সবুজের কাছাকাছি থাকলে আপনি যে প্রশান্তি পাবেন তা অন্য কিছুতে পাবেন না। প্রকৃতির কাছে গেলে আমরা আসলে নিজেকে খুঁজে পাই। তাই ব্যস্ত দিনের শেষে অন্তত নিজের জন্য কিছুটা হলেও সময় রাখুন যা আপনার মনের খোরাক জোগাবে, নতুন করে কাজের অনুপ্রেরনা জোগাবে আর আপনাকে রাখবে সতেজময়।
Leave a Reply