পাতলা ভ্রু ঘন করতে চান?
একটা সময় মেয়েদের ভিতর চিকন করে ভ্রু প্লাকের চলন ছিল। কিন্তু এখন হালের ফ্যাশন মোটা ঘন ভ্রু। অনেকের ভ্রু এমনিতেই ঘন হয়ে থাকে, আবার অনেকের ভ্রু হয় খুবই পাতলা। এই পাতলা ভ্রুকে ঘন করতে চাইলে আমাদের আজকের এই টিপসটি ফলো করতে পারেন।
তেল, তেল এবং তেল
নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর ওয়েল, আলমন্ড অয়েল এই প্রতিটি তেলেই আছে ভিটামিন ই, যা ভ্রুকে মশ্চারাইজড করে। এছাড়া এসব তেলে নানা রকম নারিশিং উপাদান রয়েছে। এই তেলগুলোর যেকোনো একটিও যদি প্রতিরাতে ভ্রুতে এপ্লাই করে ঘুমাতে যান, তাহলে খুব দ্রুতই আপনার ভ্রু ঘন হয়ে উঠবে। চাইলে দুতিনটি তেল মিশিয়েও লাগাতে পারেন। তেল আঙুলের ডগায় নিয়ে ধীরে ধীরে কিছুক্ষণ ম্যাসাজ করে নিলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে।
তেল এভয়েড করতে চাইলে
অনেকেই তেল পছন্দ করেন না এর গন্ধ আর টেক্সচারের কারণে। এক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। দিনে তিন থেকে চারবার পেট্রোলিয়াম জেলি দিয়ে ভ্রু ম্যাসাজ করে নিন। শীঘ্রই এর ফল পাবেন।
Leave a Reply