ডার্ক সার্কেল থেকে মুক্তির উপায়
আজকাল অনেকেরই দেখা যায় ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে। নানা কারনে এই সমস্যা হয়ে থাকে।কিন্তু তাই বলে চিন্তিত হলে চলবে না কেননা সমস্যার সাথে সাথে রয়েছে সমাধানের উপায়ও। আর এজন্য চাই একটু ধৈর্য এবং এক্সট্রা কেয়ার। তবে জেনে নেয়া যাক ডার্ক সার্কেল থেকে মুক্তির কয়েকটি সহজ উপায়-
*টমেটো ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি ত্বককে করে তুলে কোমল ও দাগ মুক্ত। এক চা চামচ টমেটোর রসের সাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত দিনে ২বার ব্যবহারে দ্রুত উপকার পাবেন।
* চোখের নিচে কালি দূর করতে খুব ভাল কাজ করে শসা এবং আলু। কয়েক টুকরা শসা এবং আলু নিয়ে ভালভাবে পেস্ট করে রস করে নিন। এরপর এই তরল মিশ্রণ তুলার সাহায্যে চোখের নিচে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন।
*ঠান্ডা দুধ তুলাতে নিয়ে চোখার চারপাশে লাগান। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
*চোখের নীচে ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে ব্যবহার করুতে পারেন অ্যালমণ্ড অয়েল। কেননা এতে আছে ভিটামিন ই যা চোখে পুষ্টি যোগায়। একটু অ্যালমণ্ড অয়েল নিয়ে তারপর সেটি আস্তে আস্তে ডার্ক সার্কেল এরিয়াতে ম্যাসাজ করুন। আপনি চাইলে সারারাতও রাখতে পারেন। তারপর সকালে পানিতে ধুয়ে নিন।
* প্রতিদিন পর্যাপ্ত পরিমান পানি পান করুন এবং দৈনিক অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে
Leave a Reply