ঘরে বসেই তৈরি করুন চুলের প্রাকৃতিক কন্ডিশনার
শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করছেনতো? শ্যাম্পু করার পর কিন্তু অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। কেননা এতে করে চুল হয় নরম ও ঝকঝকে। এছাড়াও কন্ডিশনার চুলের পি এইচ ব্যালান্সকে ঠিক রাখে এবং চুলকে করে তুলে আরও প্রাণবন্ত। আপনি চাইলেই কিন্তু ঘরে থাকা কিছু উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন চুলের কন্ডিশনার।
তবে আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চুলের কন্ডিশনার-
*একটা ডিমের কুসুম আলাদা করে শুধুমাত্র সাদা অংশটুকু নিন। এরপর ডিমের সাদা অংশটি ভালো করে ফেটিয়ে নিন।এবার এতে দুই টেবিল চামচ টকদই মেশান। মিশ্রণটি যাতে মসৃণ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। পরবর্তীতে এটা চুলে হালকা ম্যাসাজ করে করে লাগিয়ে নিন। শ্যাম্পু করার ঠিক ১৫ মিনিট আগে এই কন্ডিশনারটি লাগান। ১৫ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। ভাল ফলাফল পেতে সপ্তাহে দুদিন ব্যবহার করুন।
Leave a Reply