ত্বকের কালো দাগ থেকে মুক্তির উপায়
ত্বকে যখন দেখা দেয় দাগছপ তখন যেন ত্বক হারায় এর নিজস্ব সৌন্দর্য। এতে করে তকের উজ্জলতা আর কমল ভাবটা দাগের মধ্যে যেন লুকিয়ে থাকে। যদিওবা মেকাপে দাগ ঢাকে কিন্তু দিন শেষে তা থেকেই যায়। তাই জেনে নিন এর থেকে মুক্তি পেতে কিছু উপায়-
# দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর দশ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ পানি দিয়ে ধুয়ে নিন। টানা কয়েকদিনের ব্যবহারে আপনার মুখের দাগ উধাও হয়ে যাবে।
# অ্যালোভেরা জেল বা রস, মুখের দাগের উপর আলতো হাতে মালিশ করে নিন। প্রত্যেকদিন এর ব্যবহারে আপনার মুখের দাগ মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। এক্ষেত্রে অ্যালোভেরা থেকে রস বের করে নিন। এর রস লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রস মুখে দিয়ে মাসাজ করুন। এছাড়া অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন।
# এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখের কালো দাগের উপর হালকা ভাবে লাগিয়ে নিন। ২০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
Leave a Reply